×

সাহিত্য

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১০:৫৫ এএম

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
আজ বুধবার(১৩ নভেম্বর) বাংলা সাহিত্যের কথার জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন। জন্মদিনের আনুষ্ঠানিকতা তেমন পছন্দ ছিল না হুমায়ূন আহমেদের। তবুও রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে কাটতেন জন্মদিনের কেক। সকাল হলে ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন প্রিয় লেখককে। এছাড়া দিনব্যাপী নানা আয়োজন তো থাকতই। আর আজ সকালে নুহাশ পল্লীতে ছিল বিশেষ অনুষ্ঠান। এছাড়া হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে ১১ টা ৫ মিনিটে আয়োজন করা হয়েছে ষষ্ঠ ‘হুমায়ূন মেলা। । উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদ পরিবারের সদস্য, নাট্যব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, চ্যানেল আই-এর পরিচালকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক প্রমুখ। মেলায় থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র, নাটক এর ডিভিডি’র স্টল। মেলায় পরিবেশিত হয়েছে হুমায়ূন আহমেদের লেখা গান। স্মৃতিচারণ করেন মেলায় আগত বিশিষ্টজনেরা। বিকেল ২টা পর্যন্ত মেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই ও রেডিও ভূমি। হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকদের আয়োজনে বিকাল সাড়ে ৩টায় পাবলিক লাইব্রেরিতে শুরু হয়েছে হুমায়ূন আহমেদের বই নিয়ে সাত দিনব্যাপী একক বইমেলা। এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন । উদ্বোধক ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। বিশেষ অতিথি ছিলেন লেখকের অনুজ কার্টুনিস্ট লেখক আহসান হাবীব। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, আর মা ছিলেন গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্যলেখক।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App