×

খেলা

শেখ রাসেল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০১:০৮ পিএম

দেশের তরুণ সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিক্ষার সাথে সাথে আমরা খেলাধুলার সঙ্গে দেশের তরুণ সমাজকে যত বেশি যুক্ত করতে পারব, ততোই তারা এ ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। সেইসঙ্গে সংস্কৃতির চর্চা ও মেধা মনন বিকাশে ব্যবস্থা করতে হবে। আমাদের তরুণরা একটু ভালো সহযোগিতা পেলেই খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে তারা ভালো দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে। কাজেই বহুমুখী খেলাধুলার ব্যবস্থা আমরা করেছি। প্রতিটি উপজেলায় আমরা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। যাতে সেখানে খেলাধুলাসহ সংস্কৃতিচর্চা হতে পারে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খেলাধুলার সঙ্গে নিজের পরিবারের সম্পৃক্ততার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেও স্পোর্টস পরিবারের মেয়ে। সেজন্য খেলাধুলাকেই আমি সবসময়ই বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমার দাদা ফুটবল খেলোয়াড় ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল খেলোয়াড় ছিলেন। আমার দুই ভাই কামাল জামাল ভালো ফুটবল খেলোয়ার ছিলেন। ফুটবলের পাশাপাশি তারা হকি টেনিস সব ধরনের খেলার সঙ্গে সম্পৃক্ত ছিল। কামাল জামালের স্ত্রীও খেলাধুলায় ভালো ছিল। কাজেই আমরা চাই আমাদের দেশের শিশু তরুণ-যুবক সবাই এই খেলাধুলার প্রতি মনোনিবেশ করবে। এর মাধ্যমে তারা নিজেকে গড়ে তুলবে। নিজেদের মেধার বিকাশ করবে। নিজেরা আত্মবিশ্বাসী হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে দেশকে ভালবাসবে এবং সত্যিকার অর্থে দেশকে তারা গড়ে তুলতে পারবে। সেটাই আমাদের লক্ষ্য। টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ইচ্ছা থাকা সত্বেও খুলনা যেতে পারলেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে এরকম একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে আমার খুলনায় যাওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু পার্লামেন্ট চলছে, তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারলাম না। আজকে আমরা আরও ২৩ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে পেরেছি। দেশকে দেশের মানুষকে আলোকিত করাই সবচেয়ে বড় কথা। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে মানুষকে আমরা আলোকিত করতে পারছি। এছাড়া আগামী বছর মুজিববর্ষে সারা দেশকে আমরা শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে পারব। এসময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর খুলনা জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর সঙ্গে কথা বলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App