×

জাতীয়

মাদারীপুরে ১৪ কিমি সড়কের বেহাল দশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১২:১৩ পিএম

মাদারীপুরে ১৪ কিমি সড়কের বেহাল দশা
সংস্কার কাজে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিন্মমানের কাজের কারণে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রায় প্রতি বছর সংস্কার করা হলেও ৫/৬ মাস যেতে না যেতেই আবার ভেঙ্গে-চুরে একাকার হয়ে যাচ্ছে। বর্তমানে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় অহরহ ঘটছে দুর্ঘটনা। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত, কোথাও কাদাপানিতে একাকার, কোথাও ধসে পড়েছে সড়কের পাশের খালে। অথচ এ সব দেখার কেউ নেই। দুর্দশাগ্রস্ত রাস্তাটি মাদারীপুরের প্রায় ১৪ কিমি ইটেরপুল-ঘোষেরহাট সড়ক। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, শহরের ইটেরপুর-ঘোষেরহাট সড়কের প্রায় ১৪ কিমি-এর একাংশ মাদারীপুর সদর এবং একাংশ বেশিরভাগ কালকিনি উপজেলার। এই সড়ক দিয়ে প্রতিদিন কালকিনি, ডাসার, নবগ্রাম, শশীকর, বালিগ্রাম, গোপালপুর, কাজীবাকাই, মাইজপাড়া, ঘোষেরহাট, বাকাই, সদরের ঘটমাঝিসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী, চাকুরীজীবী যাতায়াত করে থাকেন। মাদারীপুর সদর থেকে কালকিনিসহ জেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতে এই সড়কটি স্বল্প দূরত্বের এবং গুরুত্বপূর্ণ। অথচ, এটি এখন যানবাহন ও পথচারীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরের ইটেরপুল থেকে ঘোষেরহাট যেতে সময় লাগার কথা ২০/২৫ মিনিট। এখন সময় লাগছে প্রায় একঘন্টা। রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ছে। প্রতিদিন এই সড়কে দুর্ভোগে পড়ছে হাজার হাজার মানুষ। মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, “সড়কটি দিয়ে মানুষের যাতায়তের স্বস্তি ফিরিয়ে আনতে ‘জেলা মান উন্নয়ন’ প্রকল্পে সড়কটি নতুন করে সংস্কার করার জন্য প্রায় ৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। টেন্ডারসহ অফিসিয়াল সকল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App