×

জাতীয়

বাঁকে ইটের স্তূপ, সিগন্যাল দেখতে পাননি তূর্ণার চালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১০:৩০ এএম

ট্রেন লাইনের বাঁকের মাথায় ইটের স্তূপ থাকায় সিগন্যাল লাইট দেখতে পায়নি ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক। যে কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের গার্ড আবদুর রহমান। তিনি বলেছেন, স্টেশনে ঢোকার সময় একটি বাঁক আছে। ওই বাঁকের মাথায় ইট থাকার কারণে আমরা সিগন্যাল লাইটটি দেখতে পাইনি। বাঁক পার হওয়ার পর সিগন্যালাটি চোখে পড়লে চালক ইমারজেন্সি ব্রেক করেন। কিন্তু এরপরও ২০ সেকেন্ডের মধ্যে তূর্ণা নিশীথা উদয়নের সঙ্গে ধাক্কা লাগে। গতকাল সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উদয়নের চালক সানাউল টিপু বলেন, আমরা রাইট ট্র্যাকেই ছিলাম। কিন্তু তূর্ণা নিশীথা সিগন্যাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সহকারী চালক আব্দুল কাইয়ুম বলেন, আমরা আগেই স্টেশনে ঢুকে গিয়েছিলাম। কিন্তু ত‚র্ণা নিশীথা সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে উদয়নকে ধাক্কা দেয়। এতে ১০, ১১, ১২, ১৩ নম্বর বগি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ নম্ব^র বগি। প্রসঙ্গত, সোমবার রাত ২টা ৪৮ মিনিটে কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ত‚র্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উদয়ন ট্রেনের কয়েকটি বগি আরেকটি ট্রেনের ওপর উঠে গেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App