×

জাতীয়

প্রতিবেশীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করবো না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৫:৪৪ পিএম

মিয়ানমারের রোহিঙ্গারা কেন প্রতিবেশী কোন দেশের সন্ত্রাসীরা এখানে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক তা আমরা বরদাশত করবো না। বাংলাদেশের মাটিতে অন্য কোন দেশের ইনসাল টেশন কর্মকান্ড, সন্ত্রাসী কর্মকান্ড চালাক এটা নিষিদ্ধ, তাদের কোন মন্ত্রাসী কর্মকান্ড আমরা চালাতে দেই নি এবং ভবিষ্যতেও দেব না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ কথা ঠিক যে ৭৮-৭৯ সালে জিয়াউর রহমান মিয়ানমার সন্ত্রাসীদের মদদ দেয় এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে ট্রেনিংও দেয়। তার আমলে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীও সৃষ্টি হয়। কিন্তু আমরা তাদের দমন করেছি এবং সন্ত্রাসীদের বিতাড়িত করেছি। যাই হোক আমরা সব সময় শান্তিতে বিশ্বাসী। এ দেশের মাটিতে বিদেশী কোন গ্রুপকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App