×

জাতীয়

নানার কাঁচির কোপে প্রাণ গেল নাতনির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৪:৩২ পিএম

নানার কাঁচির কোপে প্রাণ গেল নাতনির
নানার কাঁচির কোপে প্রাণ গেল নাতনির
স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হলো নয় মাসের কোলের শিশু। তুচ্ছ ঘটনায় রাগান্বিত হয়ে স্ত্রীকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ দিতে গেলে অসাবধনতা বশতঃ সেই কোপ লাগে মায়ের কোলে থাকা নাতনি মরিয়মের। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর মারা যায় শিশুটি। বুধবার (১৩ নভেম্বর) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে হৃদয়-বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রগুলো জানায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের করম ফরাজীর সঙ্গে সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ফয়জুরি বেগমের কথা কাটাকাটি হয়। এসময় তাদের মেয়ে জাপানি বেগম শিশু মরিয়মকে কোলে নিয়ে বাবা মায়েরর ঝগড়া থামাতে এগিয়ে আসে। এক পর্যায় প্রচণ্ড রেগে করম ফরাজী তার স্ত্রী ফরজুরি বেগমকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ মারেন। তবে অসাবধানতাবশত সে কোপ লাগে তার মেয়ের কোলে থাকা শিশু মরিয়মের মাথায়। পরে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় রাজৈর হাসপাতালে আনার পর শিশুটি মারা যায়। শিশুটির মা জাপানি বেগম জানান, আমার মা-বাবা ঝড়গা করছিল। এ সময় আমার বাবার হাতে থাকা কাচিঁর কোপ আমার মেয়ের মাথায় লাগে। হাসপাতালে নেয়ার পর আমার মেয়ে মারা যায়। রাজৈর হাসপাতালের টিএইচ এ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, শিশুটির মাথায় আঘাতে প্রচুর রক্ত ক্ষরণ হলে তার মৃত্যু হয়। রাজৈর থানার ওসি মো. শাজাহান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অসাবধানতাবশত শিশুটি তার নানার হাতে থাকা কাঁচির আঘাত পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App