×

জাতীয়

তেলের চুলা বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৫:০৫ পিএম

তেলের চুলা বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ
তেলের চুলা বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ
রাজধানীর উত্তর যাত্রাবাড়ী বউবাজার এলাকার একটি বাসায় তেলের চুলা বিস্ফোরণে ঝর্ণা আক্তার (১৮) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছে। তার শরীরের আগুন নিভাতে গিয়ে স্বামী মাসুদ রানার (২৫) দুই হাত কিছুটা দগ্ধ হয়েছে। তাদের দুই জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ মাসুদ রানা জানান, তারা উত্তর যাত্রাবাড়ী বউবাজার হুমায়ন কালামের দু তলা বাড়ির উপর তলায় থাকেন। ৪ বছর হয় তাদের বিয়ে হয়েছে। কোনো সন্তান নেই। মাসুদ "উত্তর যাত্রাবাড়ি ক্যাবল টিভি নেটওয়ার্ক" এর মিস্ত্রী হিসেবে কাজ করে। আর ঝর্ণা গৃহিণী। তাদের বাসায় গ্যাস লাইন নেই। অনেক আগে থেকেই তারা বাসার ভেতরে তেলের চুলাতে রান্না করে। আজ দুপুরেও খাবার গরম করার জন্য ঝর্ণা চুলা জ্বালায়। পাশেই বসে ছিলো মাসুদ। চুলা জ্বালানোর পরে তাতে কেরোসিন তেল ঢালছিলো। তখনই চুলাটি বিস্ফোরণ হয়। এতে ঝর্ণার শরীরের জামায় আগুন ধরে যায়। পরে ওই আগুন নেভাতে গিয়ে মাসুদের দুই হাতে ও মুখে কিছুটা দগ্ধ হয়। তিনি আরো জানান, পরে তাদের চিৎকারে পাশের বাসার লোকজন এসে আগুন নিভান। তখন ঝর্ণাকে বাথরুমে নিয়ে শরীরে পানি ঢালা হয়। এরপর মাসুদ নিজেই ঝর্ণাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঝর্ণার গলা, বুক, পিঠ, পেটে ও পায়ের রান সহ শরীরে ৪০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে। আর মাসুদের দুই হাতে ও মুখে সামান্য দগ্ধ হয়েছে। ঝর্ণা হাসপাতালে ভর্তি। আর মাসুদকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App