×

জাতীয়

এখনো বহাল রুহুল আমিনের অস্ত্রের লাইসেন্স !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৪:০৬ পিএম

এখনো বহাল রুহুল আমিনের অস্ত্রের লাইসেন্স !
এখনো বহাল রুহুল আমিনের অস্ত্রের লাইসেন্স !
ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রুহুল আমিনের অস্ত্রের লাইসেন্স এখনো বহাল। জানা যায়, ২০১৭ সালে প্রথম শ্রেনীর ঠিকাদার ও উপজেলা আ’লীগ সভাপতি পরিচয়ে একটি শর্টগান এর লাইসেন্সের জন্য আবেদন করেন রুহুল আমিন। তার আবেদনের প্রেক্ষিতে ফেনী জেলা প্রশাসন একটি শর্টগান এর লাইসেন্স দেয়। সোনাগাজী মডেল থানা ওসি মঈন উদ্দিন আহমেদ জানায়, আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গত ১৯ এপ্রিল রুহুল আমিন আটক হন। গত ২৪ অক্টোবর উক্ত মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডে আদেশ দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। আটক হওয়ার পর তার লাইসেন্সকৃত শর্টগানটি উদ্ধার করা হয়। তবে লাইসেন্স বাতিলের ক্ষমতা জেলা প্রশাসনের। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুহুল আমিনের অস্ত্রের লাইসেন্স কোনভাবে থাকতে পারেনা । পুলিশের পক্ষ থেকে কোন প্রতিবেদন না পাওয়ায় এখনো বাতিল করা যায়নি। শীঘ্রই বাতিল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App