×

জাতীয়

আমরা ৯৪ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১১:৪১ এএম

আমরা ৯৪ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি
নতুন করে আরো সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১০ জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ৯৪ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছাতে পেরেছি। এ পর্যন্ত ২৩৪টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ দিয়েছি। আরও ১২৭টি উপজেলা প্রস্তুত রয়েছে। ২০২০ সালে মুজিব বর্ষের মধ্যেই বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। বিদ্যুৎ অপচয় বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বিদ্যুৎ অপচয় বন্ধ করবেন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন। বিদ্যুৎ বিল কম আসে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সেই কথা মনে রেখেই আগামী দিনে আমরা দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। রসিকতার ছলে প্রধানমন্ত্রী আরো বলেন, বগুড়ার গাবতলী উপজেলাকেও আমরা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছি। যদিও সেখানে আমরা ভোট কম পাই। কিন্তু উন্নয়ন আমরা কম করি না। প্রধানমন্ত্রী আরো বলেন, সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে আমরা এখন ২২৫৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। প্রসঙ্গত: সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্য ৩০০ মেগাওয়াটের আনোয়ারা পাওয়ার প্লান্ট, ১১৩ মেগাওয়াটের রংপুর পাওয়ার প্লান্ট, ১১০ মেগাওয়াটের কর্ণফুলী পাওয়ার প্লান্ট, ১০৫ মেগাওয়াটের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র, ৫৪ মেগাওয়াটের পটিয়া, ৮ মেগাওয়াটের তেতুলিয়া পাওয়ার প্লান্ট এবং ১০০ মেগাওয়াট গাজীপুর পাওয়ার প্লান্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App