×

জাতীয়

১২ নভেম্বর কে উপকূল দিবস পালনের প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০৩:২০ পিএম

১২ নভেম্বর কে উপকূল দিবস পালনের প্রস্তাব
১২ নভেম্বর কে উপকূল দিবস পালনের প্রস্তাব
ভয়াল ১২ নভেম্বর কে উপকূল দিবস এবং উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য উপকূল বোর্ড গঠনের বিষয়ে আগামী কেবিনেট মিটিংয়ে মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ এনামুর রহমান। আজ মঙ্গলবার(১২ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে উপকূল ফাউন্ডেশন আয়োজিত 'ভয়াল ১২ নভেম্বর টেকসই উপকূল ভাবনা' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্টানে আরোচক হিসেবে অরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক নিখিল রঞ্জন রায়, নির্বাচন কমিশনের সাবেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ কিউ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিশিষ্ট কবি ও সাংবাদিক নাসির আহমেদ প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App