×

জাতীয়

রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ১৪ দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০৪:২৯ পিএম

রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ১৪ দল
শহীদ নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। নূর হোসেনকে নিয়ে মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত জাসদের কার্যকরী সভাপতি ম‌ঈন‌উদ্দিন খান বাদলের শোক সভায় এসব কথা বলেন বক্তারা। মঈন‌উদ্দিন খান বাদলের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, রাজপথ থেকে জাতীয় সংসদ সর্বত্র বিরামহীনভাবে সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চকন্ঠ ছিলেন ম‌ঈন‌উদ্দিন খান বাদল। বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে ম‌ঈন‌উদ্দিন খান বাদলের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর আহমেদ পল্টু, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App