×

জাতীয়

ভেসে এলো ৯ জেলের মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০২:০২ এএম

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১নভেম্বর) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ও নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা।

মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল জানান, রোববার ভোলার ইলিশা পয়েন্টের রোকনদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১২ জেলে উদ্ধার হলেও ১৪ জন জেলে নিখোঁজ হন। ওই রাতেই কোস্টগার্ডের একটি দল এক জেলের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন বলেন, মেহেন্দিগঞ্জ থানায় যোগাযোগ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App