×

আন্তর্জাতিক

পেঁয়াজের কেজি ৮ টাকা, কাঁদছে ভারতের কৃষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০৯:২২ পিএম

পেঁয়াজের কেজি ৮ টাকা, কাঁদছে ভারতের কৃষক

প্রতি কেজি পেঁয়াজ আট টাকা, কৃষকের কান্না

বাংলাদেশে যখন পেঁয়াজের দর ১২০ টাকার ওপরে তখনই পেঁয়াজের দাম না পেয়ে ভারতে কাঁদছে একজন পেঁয়াজ চাষি। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ভারতের মহারাষ্ট্রের একজন কৃষক কান্না করছেন। পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি। শনিবার ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে। নিজের টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা! ওই দরে নিজের খেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কী ভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাঁকে। কেঁদে কেঁদে তিনি বলছেন, ‘‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’’ সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশেও তোপ ঝেড়েছেন ওই কৃষক। বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তাঁরা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’’ খবর: আনন্দবাজার পত্রিকা https://twitter.com/i/status/1193386023985664000

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App