×

আন্তর্জাতিক

পাকিস্তানের জাদুঘরে ঠাঁই নিলেন অভিনন্দন বর্তমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০১:৩৭ পিএম

পাকিস্তানের জাদুঘরে ঠাঁই নিলেন অভিনন্দন বর্তমান
ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিতে মাতামাতি কমছেই না। তার ছবিসহ শাড়ি বিক্রি, তার মতো করে গোঁফ রাখার পর এবার জাদুঘরেও জায়গা পেল অভিনন্দনের মূর্তি। করাচিতে পাক বিমানবাহিনীর ওয়্যার মিউজিয়ামে এই ভারতীয় উইং কমান্ডারের একটি ম্যানিকুইন বসানো হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই সমালোচনাও শুরু হয়ে গেছে। গত ফেব্রুয়ারি মাসে বালাকোটে বিমান হামলার পর পাক সেনাবাহিনীর হাতে বন্দি হন ভারতীয় বিমানবাহিনীর এই উইং কমান্ডার। দুইদিন পর তিনি ছাড়া পান। ওই সময়ের পুরো ঘটনাটাই জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে। পাক সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার লোধি টুইটারে এই ভারতীয় বীরের ‘ম্যানিকুইন’-এর ছবি পোস্ট করেন। তিনি লিখেন, পাক বিমানবাহিনীর মিউজিয়ামে অভিনন্দনের ম্যানিকুইন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। তার হাতে চায়ের কাপ ধরাতে পারলে বিষয়টি আরো আকর্ষণীয় হতো! গত ফেব্রুয়ারিতে বালাকোট হামলার পর পাকিস্তানের বিমান তাড়া করতে গিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে অভিনন্দনের বিমান। পাক বিমানবাহিনীর হেফাজতে থাকাকালীন অভিনন্দনের যে ভিডিও পোস্ট করা হয়েছিল তাতে জেরার সময় তাকে চায়ে চুমুক দিতে দেখা গিয়েছিল। এমন কী সেই চায়ের মান নিয়ে তাকে তখন প্রশংসাও করতে শোনা যায়। বিমানবাহিনীর মিউজিয়ামে সেটিও বাদ যায়নি। আনোয়ার লোধির টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনন্দনের পাশে দাঁড়িয়ে আছেন এক পাকসেনা। আর পেছনে কাচের শোকেসে দেখা যাচ্ছে অভিনন্দনের ব্যবহৃত চায়ের পেয়ালাটিও। এর আগে ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাক চ্যানেলে অভিনন্দনকে নিয়ে বিজ্ঞাপন দেখানো হয়েছিল। তা নিয়েও প্রবল কটাক্ষ ও সমালোচনা হয়েছে সামাজিক মাধ্যমে। এবার এতে নতুন মাত্রা যোগ করল পাক বিমানবাহিনীর ওয়্যার মিউজিয়ামে অভিনন্দনের মূর্তি। ভারত এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি। এমনকি এই ঘটনায় পাকিস্তানকে সমুচিত জবাব দেয়া হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App