×

খেলা

কার রেসিংয়ে নামছেন সৌদি নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ১০:০৬ পিএম

কার রেসিংয়ে নামছেন সৌদি নারী

সৌদি নারী রিমা জুফালি

এ মাসের শেষের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বসছে জাগুয়ার আই-পেস ই ট্রফি কার রেসিং প্রতিযোগিতার আসর। আর এই প্রতিযোগিতাটিতে সৌদি আরবের মাটিতে প্রথমবারের মতো রেসিংয়ে নামবেন রিমা জুফালি নামে এক সৌদি নারী। মাত্র ১৭ মাস আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে রিমার আগে সৌদি আরবের কোনো নারী পেশাদার কোনো কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দি সানের সঙ্গে এক আলাপচারিতায় এমন তথ্য জানিয়েছেন রিমা জুফালি নিজে। তবে তার রেসিংয়ে নামার খবর চাউর হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে তাকে বাধা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিশেষ করে তার নিজের দেশের অনেক পুরুষ এটিকে স্বাভাবিকভাবে নেয়নি। তবে সব বাধা পেরিয়ে রেসিংয়ে নামবেন বলে জানিয়েছেন রিমা। তিনি বলেন, ‘আমাকে অনেকে বলছে এটি মেয়েদের কাজ নয়। তোমার এটা করা ঠিক হবে না। তবে আমি তাদের বলতে চাই আমি কারো জন্য এই রেসিং করি না। আমি নিজে এটি করে আনন্দ পাই। তাই আমি রেসিং করতে নামব’। রিমা জুফাল্লি পুরো সৌদি আরব থেকে একমাত্র নারী যিনি একজন পেশাদার কার রেসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App