×

জাতীয়

কসবার ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০৪:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে রেল দুর্ঘটনার তদন্তে মোট ৫ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রনালয়ে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী নুরুল ইসলাম সুজন । মঙ্গলবার(১২ নভেম্বর) বেলা ১১টায় দুর্ঘটনস্থল পরিদর্শনকালে তিনি একথা জানান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালক সিগন্যাল অমান্য করায় অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটে। এরপরও আমরা রেলমন্ত্রণালয়ে ২টি, রেলওয়ে বিভাগ ২টি ও জেলা প্রশাসক ১টিসহ মোট ৫টি তদন্ত কমিটি গঠন করেছি। এ বিষয়ে দায়িদের বিরোদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, রেলের দু’টি কমিটির একটিতে প্রধান যান্ত্রীক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের একটি ও চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের অপর একটি কেমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে মন্দভাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুই ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App