×

জাতীয়

২০ এমএম ভালভযুক্ত সিলিন্ডারের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০৮:৩৩ পিএম

২০ এমএম ভালভযুক্ত সিলিন্ডারের উদ্বোধন
বাজার সম্প্রসারণের অংশ হিসেবে নাভানা এলপিজি বাজারজাত করছে ২০ এমএম ভালভযুক্ত সিলিন্ডার। এ উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে শতাধিক চ্যানেল পার্টনারের উপস্থিতিতে আয়োজন করা হয় গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাভানা এলপিজির অপারেটিভ ডিরেক্টর মোহাম্মদ নুরুল আলম, হেড অব সেলস এন্ড মার্কেটিং আরিফুল হক মারুফুল। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান (সিনিয়র এজিএম, টেকনিক্যাল অপারেশন), মো. ফকরুল ইসলামসহ (সিএফও) নাভানা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। নাভানা এলপিজির হেড অব মার্কেটিং এন্ড সেলস আরিফুল হক মারুফ বলেন, অনেক চড়াই-উৎরাই পার করে নাভানা এলপিজি আজকের অবস্থানে এসেছে। গত ২ বছরে আমরা প্রায় ১০ লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করেছি। বুয়েট থেকে সার্টিফিকেট অর্জন করেছি। গুণগতমান ধরে রেখে আমরা আরো সামনে এগিয়ে যেতে চায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তার দোরগোড়ায় নাভানা এলপিজি সহজলভ্য করতে সবার সহযোগিতা রয়েছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজেই এলপিজি পায় সে লক্ষ্যে কাজ করছে নাভানা। বক্তারা আরো বলেন, কোস্পানির প্রধান লক্ষ্য আগামী দিনে নাভানা এলপিজির ওপর মানুষের আস্থা, পণ্যের সহজলভ্যতা ও গুণগতমান ধরে রাখা। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত চ্যানেল পার্টনাররা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। পরে আপ্যায়ন ও গিফট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App