×

জাতীয়

ছাত্রদের শিকলে বেঁধে রাখা সেই সুপারকে বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০১:১৫ পিএম

ছাত্রদের শিকলে বেঁধে রাখা সেই সুপারকে বহিষ্কার
গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াসূতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মো. আরিফুল্লাহ ওই মাদ্রাসার তিন ছাত্রকে লোহার শিকলে এক পায়ে তালাবদ্ধ করে রাখার খবর গত সপ্তাহে ভোরের কাগজ অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। পরে ইউএনও মো. শিবলী সাদিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের হস্তক্ষেপে কিশোর ইফাদ, ইয়াসিন ও আজিজুল লোহার শিকল মুক্ত হয়। এ ব্যাপারে ওই মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় মাদ্রাসা সুপার মো. আরিফুল্লাহকে দুই মাসের সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি বদরুজ্জামান ভূঁইয়া রতন মাস্টার। তিনি বলেন, সভাপতিসহ অন্য সদস্য মিলে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ বিষয়ে তদন্ত কমিটি যে কোন ধরণের আইনগত ব্যবস্থা নিতে চাইলে কমিটির সব ধরণের সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। তিনি আরো জানান, লোহার শিকলে পায়ে তালাবদ্ধ ওই তিন কিশোর ইফাদ, ইয়াসিন ও আজিজুলকে তাদের অভিভাবক ইতিমধ্যে মাদ্রাসা থেকে নিয়ে গেছে। মাদ্রাসা সুপার মো. আরিফুল্লাহ’র এমন কর্মকাণ্ডের পর তারা আর এই মাদ্রাসায় তাদের সন্তানদের পড়ানোর সাহস পাচ্ছে না। ইউএনও ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সাথে ঘটনার সত্যতা পান। পরে সেই ঘটনার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান করা হয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনকে করা হয় সদস্য। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App