×

খেলা

লিভারপুল, জুভেন্টাসের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:০৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই হারের ফলে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথমবারের মতো চার নম্বরে নেমে গেছে ম্যানসিটি। তিন হারে, এক ড্রয়ে ও আট জয়ে এখন তাদের পয়েন্ট ২৫। অন্যদিকে লিভারপুল তাদের জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি একতরফাভাবে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৩৪। সমান ১২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটির পয়েন্ট ২৬। গত মৌসুমে এই ম্যানইউর কাছে মাত্র এক পয়েন্টের ব্যবধানে প্রিমিয়ার লিগের শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল জার্গেন ক্লপের শিষ্যরা। গত মৌসুমে শিরোপা না পাওয়ার প্রতিশোধটা ম্যানসিটিকে বড় ব্যবধানে হারিয়েই নিল লিভারপুল। ম্যাচটিতে লিভারপুলের হয়ে গোল করেছেন ফাবিনহো, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। আর ম্যানসিটির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেছেন বার্নাদো সিলভা। তবে সোমবারের (১১ নভেম্বর) ম্যাচেও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে। বিশেষ করে ফাবিনহোর গোলটি নিয়ে আপত্তি জানিয়েছিল ম্যানসিটি। কিন্তু ভিএআর এ রেফারি সিদ্ধান্ত জানিয়ে দেন গোলটি সঠিক ছিল। তা ছাড়া ম্যানসিটি দুইবার হ্যান্ডবলের আবেদন করলেও সেগুলোতে সাড়া দেননি রেফারি। প্রিমিয়ার লিগে এ মৌসুমেই প্রথমবারের মতো ভিএআরের প্রচলন করে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন। কিন্তু প্রথম থেকেই এর প্রতি অনাস্থা জানিয়ে আসছেন বেশ কয়েকজন খেলোয়াড়। রেফারি বেশ কয়েকটি ভুল করলে সেটি আরো গাঢ় হয়। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় এসি মিলানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচটিতে ৭৭ মিনিটের মাথায় জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেছেন পাওলো দিবালা। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে দিবালাকে নামান কোচ মারিও সারি। নতুন মৌসুমে এবারই প্রথমবারের মতো এতো আগে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। এ নিয়ে পরপর দুই ম্যাচে রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে নিলেন কোচ। তাই ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেননি রোনালদো। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় কোচ বা বদলি হিসেবে খেলতে নামা দিবালার দিকে তাকাননি তিনি। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজ্জেতা এমনও জানিয়েছে যে ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান রোনালদো। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন জুভেন্টাসের কোচ মারিও সারি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘রোনালদোর সঙ্গে কোনো সমস্যা নেই। আমি তাকে ধন্যবাদ দিতে চাই পুরোপুরি ফিট না থেকেও সে মাঠে নেমেছিল। এটি খেলারই অংশ। তিনি আরো বলেন, রোনালদো পুরোপুরি ফিট না থাকায় মাঠে তার সেরাটা দিতে পারছে না। তাই তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়’। রোনালদোর বদলে দিবালাকে মাঠে নামিয়ে সারি যে ভুল করেননি দিবালা দলের জয়সূচক গোল করে সেটি প্রমাণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App