×

খেলা

ভলিবলে আজ নেপাল-বাংলাদেশ মুখোমুখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:০৮ পিএম

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। ওইদিন টুর্নামেন্টে আফগান মেয়েদের বিপক্ষে সাবিনারা জিতেছে ৩-০ সেটে। তবে স্বাগতিক মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হেরেছে ৩-০ সেটে। মঙ্গলবার (১২ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে। এ ম্যাচ জিততে মরিয়া স্বাগতিক মেয়েরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে যে ভুল-ত্রুটি করেছে মঙ্গলবার তা শুধরে নিতে চায় সাবিনারা। অন্যদিকে নেপালের মেয়েরাও স্বাগতিকদের বিপক্ষে লড়াই করতে মুখিয়ে আছে। বাংলাদেশের মেয়েদের তারা দুর্বল প্রতিপক্ষ ভাবতে নারাজ। এর আগে গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত লড়াই করে আফগানদের বিপক্ষে জিতেছে। ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চাপে রেখে খেলতে থাকে ময়ূরী-সাবিনারা। ওইদিন বঙ্গমাতার নামে ভলিবল টুর্নামেন্টে আফগান মেয়েদের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৩-০ সেটে। এরপর নিজদের দ্বিতীয় ম্যাচে গত রবিবার জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে এ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে মালদ্বীপের মেয়েদের। কারণ মিরপুর শহীদ সোহরাওয়ারর্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গমাতা আন্তজর্জাতিক নারী ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপই ছিল ফেভারিট। তাই জয়ের ব্যবধান ৩-০ সেট হলেও প্রতিটি সেটেই তাদের জিততে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই করে। বাংলাদেশ প্রথম সেট হেরে যায় ২৫-১৬ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিকরা হেরে যায় ২৭-২৫ পয়েন্টে। তৃতীয় সেটেও হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হার সঙ্গী হয় ২৫-২২ পয়েন্টে। এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মালদ্বীপের আমিনাথ আরিশা। এ ছাড়া কিরগিজস্তান ও বাংলাদেশকে হারিয়ে টানা দুই জয়ে মালদ্বীপের মেয়েরা ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App