×

তথ্যপ্রযুক্তি

ঝকঝকে ছবি তোলার স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:১৫ এএম

প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ কারণেই প্রতিনিয়ত উদ্ভাবনের মাধ্যমে ক্রেতাদের সেরা স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানে সচেষ্ট স্যামসাং। গ্যালাক্সি এ৩০এস আপনাদের প্রতিদিনের প্রয়োজনীয় কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো পাঠক দেরি না করে এখনই লুফে নিতে পারেন স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ৩০এস।

রাজু আহমেদ। কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। স¤প্রতি তিনি নতুন একটি স্মার্ট ডিভাইস কিনেছেন। স্মার্ট ডিভাইসটির পারফরম্যান্সে তিনি বেজায় খুশি। এই খুশির আমেজ তার জীবনের সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে। এইতো সেদিন সহকর্মীদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। ছবিগুলোর ক্যাপশন ছিল ‘প্রিয় ফোনে সহকর্মীদের সঙ্গে তোলা ঝকঝকে ছবি...।’ ব্যস্ এরপরেই অসংখ্য লাইকের বন্যায় প্লাবিত হয় ছবিগুলো। কমেন্ট ভেসে ওঠে নানা ধরনের সুন্দর সুন্দর কথা। এর মধ্যে অনেকেই ব্যাকুল হয়ে জানতে চায় স্মার্টফোনের নাম এবং ডিভাইস সম্পর্কিত যাবতীয় তথ্য। পরবর্তীতে তিনি ক্যাপশন সম্পাদনা করে যুক্ত করেন ‘নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এ৩০এস দিয়ে সহকর্মীদের সঙ্গে তোলা ছবি...।’

গ্যালাক্সি এ৩০এস হ্যান্ডসেটটিতে ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার ক্যামেরা সেটআপ হলো ২৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ছবি তোলার ক্ষেত্রে আপনারা গ্যালাক্সি এ৩০এস ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার লাইভ ফোকাস অপশন নির্বাচন করে উন্নতমানের বোকেহ ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং দ্রুতার সঙ্গে অনবরত ছবি তুলতে পারবেন। নিখুঁতভাবে ছবি তোলার ক্ষেত্রে হ্যান্ডসেটটির ইন্টেলিজেন্ট ফ্ল ডিটেক্টর এবং সিন অপটিমাইজার টুল দুটি খুবই কার্যকর। ডিসপ্লের দিক দিয়ে বরাবরের মতো স্যামসাং দুর্দান্ত, আর এখানেও তার ব্যত্যয় ঘটেনি। ফোনটির ৬.৪ ইঞ্চি সুপার ইনফিনিটি ভি অ্যামোলেড ডিসপ্লেতে আপনারা পাবেন কনটেন্ট উপভোগের দুর্দান্ত অভিজ্ঞতা। সাশ্রয়ী দামের এই ফোনটিতে রয়েছে এক্সিনস ৭৯০৪

অক্টা-কোর প্রসেসর, ৪জিবি র‌্যাম, ৬৪ জিবি (পরবর্তীতে ১২৮ জিবি উন্মোচন করা হবে) ইন্টারনাল স্টোরেজ (৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে)। ফলে মাল্টিটাস্কিং হবে অনায়াসে। ফোনটিতে একই সময়ে জনপ্রিয় সব অ্যাপ ব্যবহার ও গেম খেলা যায় কোনো ধরনের ল্যাগ ছাড়াই। এর প্রসেসিং ইউনিট খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে কর্ম সম্পাদনে সক্ষম। ফোনটিতে প্রসেসর, র‌্যাম ও রমের সমন্বয় ঘটানো হয়েছে চমৎকারভাবে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ ভিত্তিক ভিন্নধর্মী ও দ্রুত গতির স্যামসাং ওয়ান ইউআই। স্যামসাং ওয়ান ইউআইয়ের বিশেষ দিক হচ্ছে এটি অত্যন্ত হালকা ঘরানার, ফলে ফোনের ব্যাটারি খরচ হয় অনেক কম। ফোনটিতে দেয়া হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৫ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ইউএসবি-সি এবং এতে সফটওয়্যারের সমন্বয় এমনভাবে করা হয়েছে যাতে পুরোদমে ব্যবহারের ক্ষেত্রেও আপনারা পাবেন বাধাহীন অভিজ্ঞতা। নিরাপত্তার জন্য ফোনটিতে আছে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্যামসাং অনুমোদিত সব মোবাইল স্টোর থেকে ২২ হাজার ৯৯০ টাকায় ডিভাইসটি ক্রয় করা যাবে। ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App