×

খেলা

ওমানকে রুখতে কৌশলী বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:০৮ পিএম

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এবং ২০২৩ চীন এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের নিজেদের চতুর্থ ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ১০০ ধাপ উপরে থাকা ওমানকে রুখতে কৌশলী বাংলাদেশ। স্বাগতিকদের ঠেকিয়ে রাখার উদ্দেশে ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্পে এখন ওমানেই অবস্থান করছে সফরকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজধানী শহর মাসকটের ভৌসের স্পোর্টস কমপ্লেক্স মাঠে চলছে তাদের অনুশীলন। আগামী ১৪ নভেম্বর আল সিব স্পোর্টস স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এ লড়াই। পয়েন্ট তালিকায় উঠতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই জামাল ভূঁইয়াদের। তিন ম্যাচ খেলে এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান বাংলাদেশের। ওদিকে ওমান সমান ম্যাচ খেলে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ম্যাচটা জিততে পারলে আফগানিস্তান ও ভারতকে টপকে তিনে উঠে আসতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ওমান রয়েছে ৮৪তম স্থানে সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। বিশ্বকাপের বাছাইয়ে ই গ্রুপে থাকা বাংলাদেশ, আফগানিস্তান, ভারতের মধ্যে কাতার বাদে র‌্যাঙ্কিং হিসেবে সবচেয়ে এগিয়ে ওমান। ভারতের মাটিতে ২-১ ব্যবধানে হারানো ওমান দল, গতি, যোগ্যতার বিচারেও বেশ এগিয়ে মরুর এই দেশটি। ওমানকে রুখে দেয়ার লক্ষ্যে বাংলাদেশের কোচ জেমি ডে কৌশলেও খুব একটা পরিবর্তন আনছেন না। কাতার, ভারতের বিপক্ষে ম্যাচে যে কৌশলে খেলেছে বাংলাদেশ সেভাবেই ওমানের বিপক্ষেও কৌশল আঁটতে যাচ্ছে তারা। আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাস্কট হান্টাররা। ভারতকে ঘরের মাঠে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়েছে ওমান। কাতারের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও সমান তালে পাল্লা দিয়ে খেলেছে ওমান। এমন দলের বিপক্ষে তাই রক্ষণ শক্তিশালী করে প্রতিআক্রমণে মনোযোগ দিচ্ছেন জেমি ডে। আর এই কৌশলটাতে অভ্যস্ত হয়ে উঠছে তার শিষ্যরা। জেমির ভাষায়, সাধারণভাবেই শুধু অনুশীলন করছি। কৌশল যা আছে তাই। শুধু ওমানের সঙ্গে পয়েন্ট হারাতে চাই না। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে ওমান প্রিমিয়ার লিগের দল মাসকট এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জেমির শিষ্যরা। জয়ের আত্মবিশ্বাসটা বাড়তি পাওনা হিসেবে কাজ করবে তাদের। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের নিজেদের গ্রুপে এখন পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তানের বিপক্ষে ১-০ ও কাতারের বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে ভারতের মাটি থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে জামালরা। চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমী তথা সমগ্র দেশবাসীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App