×

খেলা

আস্থার প্রতিদান দিলেন নাঈম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পান মোহাম্মদ নাঈম শেখ। সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। দিল্লিতে অভিষেকে ২৮ বলে করেছিলেন ২৬ রান। রাজকোটে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও তার ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৩৬ রানের নজরকাড়া ইনিংস। নাগপুরে মাত্র ৩৪ বলে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন এই বাঁ-হাতি ওপেনার। ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসের পথে ছক্কা মেরেছেন দুটি, চার ১০টি। রোহিতদের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ওপেনিংয়ে নেমে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন এই ওপেনার। নান্দনিক টেকনিকে প্রতিটি ম্যাচেই দলকে দিয়ে গেছেন দারুণ শুরু। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ১০৭ বল মোকাবেলা করে ৪৭.৬৬ গড়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিক বাঘা বাঘা ব্যাটসম্যানকে টেক্কা দিয়ে এক নম্বর ব্যাটসম্যানের জায়গা দখল করেছেন মোহাম্মদ নাঈম শেখ। তিন ম্যাচে তিনি ১৭টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকায় দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তিন ম্যাচে তার সংগ্রহ ১০৮ রান। তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মার সংগ্রহ মাত্র ৯৬ রান। ১৯৯৯ সালের ২২ আগস্ট ঢাকায় জন্ম নেয়া এ বাঁ-হাতি ব্যাটসম্যানের এখনো ওয়ানডে এবং টেস্ট অভিষেক হয়নি। টি-টোয়েন্টি অভিষেকেই বাজিমাত করায় টাইগার সমর্থকরা ২০ বছর বয়সী এ ব্যাটসম্যানকে ঘিরে স্বপ্নের জাল বুনছেন। রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৩৬ রান করেছিলেন সত্যি কিন্তু সেদিন ‘মহা’কে থামিয়ে রোহিত ব্যাটিং প্রলয় তুলেছিলেন বলে তার ওই অবদান ম্লান হয়ে গিয়েছিল। তবে নাগপুরে তৃতীয় ও শেষ ম্যাচে একাই বাজিমাত করেন! তার ব্যাটে ১৭৪ রানের বড় লক্ষ্যটিও এক সময় সম্ভব মনে হচ্ছিল। ক্রিজের ওপাশে একজন ব্যাটসম্যান থাকলে হয়তো সেটা হতও। কিন্তু হয়নি। এতে করে ক্রিকেটীয় নিয়মে ভারত ম্যাচটি জিতলেও তিনি জিতেছেন হাজার ক্রিকেটপ্রেমী ও ধারাভাষ্যকারদেন মন। যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন ততক্ষণই তার ব্যাটিং স্টাইল ও প্লেসমেন্টের ভূয়সী প্রশংসা করেছেন ধারাভাষ্যকাররা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকের পর তিন ম্যাচ মিলিয়ে ১৪৩ রান সংগ্রহ করায় নাঈম ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। নাঈম অবশ্য একাই ৩৮তম নন। যৌথভাবে তার সঙ্গে আছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ভারত সফরে নাইম শেখের পারফরমেন্স নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার রান করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো খবর। নাইম শেখের রান করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটি খবর। দুই বছর ধরে ওকে হাই পারফরমেন্স দলে তৈরি করা হচ্ছিল। পারফরমেন্স করাটা খুব জরুরি। তা ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে রান করতে একটি বিশেষ ক্ষমতা থাকা লাগে। মনে হচ্ছে ওর মধ্যে তা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App