×

খেলা

রাহুলকে থামালেন আল আমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৭:৫৬ পিএম

রাহুলকে থামালেন আল আমিন

ছবি: সংগৃহীত

লোকেশ রাহুল একাই টেনে নিচ্ছিলেন ভারতীয় দলকে। অবশেষে সেই লোকেশ রাহুলকে থামালেন আল আমিন হোসেন। হাফসেঞ্চুরির কিছু পরই এই টাইগার পেসারের শিকার হয়েছেন রাহুল। তার আগে, শফিউলের প্রথম এবং দলীয় দ্বিতীয় ওভারে রোহিত শর্মা বোল্ড হয়ে ফিরে যান সাঝঘরে। ফলে ৬ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ভারতের এই ওপেনার। রোহিতকে ফিরিয়ে নিজের প্রথম ওভারে কোনো রান দেননি শফিউল। এটি সিরিজের প্রথম মেডেন ওভার। এর পর টানা টানা তিন ওভারে দুটি করে চার মেরেছে ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে শফিউলকে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ১৯ রান নিয়ে ধরা পড়েছেন ধাওয়ান। পঞ্চম বলে শ্রেয়াস আয়ারের ক্যাচ ফেলেছেন আমিনুল। তাই তৃতীয় উইকেটের পতন পাওয়ার প্লেতেই হয়নি। সর্বশেষ তথ্য: ১৮.৪ ওভারে ভারতের ৫ উইকেট হারিয়ে ১৬০ রান। নাগপুরে এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম। ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, শিভাম দুবে, মনিশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App