×

জাতীয়

ভবন ঝুঁকিপুর্ণ হওয়ায় গাছতলায় পাঠদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৪:৫১ পিএম

ভবন ঝুঁকিপুর্ণ হওয়ায় গাছতলায় পাঠদান

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বাহিড় ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গাছতলায় শিশু শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

গত বৃহম্পতিবার ( নভেম্বর) বিদ্যালয়ে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভবনটি ১২ বছর আগে নির্মাণ করা হয়। ঝুঁকিপুর্ণ হওয়ায় উপজেলা প্রকৌশলী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। বলেন, এখানে পাঠদান থেকে বিরত থাকতে।

বিদ্যালটির প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ভবন পরিত্যক্ত ঘোষণা পর থেকে কোন প্রকার ক্লাস নিতে পারছি না। যে কারণে শিশু শিক্ষার্থীদের মাঠের এক পাশে চট বিছিয়ে গাছেরতলায় পাঠদান করানো হচ্ছে। এসব উপজেলা কর্মকর্তাদের জানালেও তাদের নিকট থেকে কোন প্রকার সহযোগিতা পাচ্ছি না।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম জানান, আমি সবে মাত্র এ উপজেলায় যোগদান করেছি, বিদ্যালয়ের বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App