×

পুরনো খবর

বাংলাদেশকে ১৭৫ রানের টার্গেট দিল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৯:৩১ পিএম

বাংলাদেশকে ১৭৫ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ১৭৫ রানের টার্গেট দিল ভারত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে তারা। আজকের ম্যাচে জিততে পারলে ইতিহাস গড়বে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে বোল্ড করেন শফিউল ইসলাম। দলীয় ৩ রানে ব্যক্তিগত ২ রান করে ফেরেন তিনি। রোহিতের পর শেখর ধাওয়ানকে সাজঘরে ফেরান শফিউল। ১৬ বলে ১৯ রান করে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন তিনি। জীবন পাওয়া শ্রেয়ার আয়ার ভারতের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন ৩৩ বলে। দ্বিতীয় সর্বোচ্চ কে এল রাহুলের, তিনি ৭ চারে ৩৫ বল খেলে ৫২ রান করেন। এছাড়া মনিশ পান্ডে ২২, রিশভ পান্ত ৬ ও শিভাম দুবে ৯ রান করেন। অন্যদিকে আজকে দিনটা আমিনুল ইসলাম বিপ্লবের ছিল না। বোলিংয়ে ৩ ওভারে ২৯ রান দিয়ে উইকেট শুন্য। এছাড়া দু'দুটো ক্যাচ ফেলেছেন তিনি। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন শিফিউল ও সৌম্য সরকার এবং ১টি পেয়েছেন আল আমিন হোসেন। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App