×

খেলা

নাগপুরের আবহাওয়া রৌদ্রজ্জ্বল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১২:১৩ পিএম

নাগপুরের আবহাওয়া রৌদ্রজ্জ্বল
নাগপুরে বিদভ স্টেডিয়ামে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালে বাংলাদেশের মোকাবেলা করবে ভারত। এই মুহূর্তে নাগপুরের আবহাওয়া রৌদ্রজ্জ্বল ,তাই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কোনো সংশয় নেই। এই মাঠে রোহিতরা আগে তিনটি ম্যাচ খেলে দুটিতে হেরেছে। টাইগাররা আজ ভারতকে হারাতে পারলে এশিয়ার প্রথম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে সক্ষম হবে। নাগপুর রোহিতের নানা বাড়ি হলেও ,তাকে দ্রুত সাজঘরে ফেরাতে মরিয়া টাইগার বোলাররা। দিল্লিতে রোহিত কে দ্রুত আউট করে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল সফরকারীরা। তাই আজও রোহিত কে ঘিরে টাইগার বোলারদের যত পরিকল্পনা। রোহিত যে কত ভয়ঙ্কর সেটা রাজকোটে টের পেয়েছে মাহমুদুল্লাহর বাহিনী। রোহিতের সামনে অসংখ্য রেকর্ডের হাতছানি। ৪০০ ছক্কা হাঁকানোর রেকর্ড। দশম ম্যাচ সেরা হওয়ার হাতছানি। গেইলকে টপকে যাওয়ার সুযোগ থাকছে এই ম্যাচে। অন্যদিকে এই ম্যাচ জিতলে ইতিহাস গড়বে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App