×

খেলা

নাঈমের বিদায়েই আশা হারায় টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টাইগারদের আস্থা ফিরেছিল নাঈমের ফিফটিতে। তবে সে আস্থা গুড়িয়ে যায় নাঈমের বিদায়ে। বলা যায়, পথ হারিয়ে ফেলে টাইগাররা। তবে বাঁহাতি এই ওপেনার নাঈমের দুর্দান্ত ইনিংস অনেকখানি আশার আলো ছড়িয়েছিল টাইগার শিবিরে। তবে শিবম দুবে তার শেষ ওভারের তৃতীয় বলে বোল্ড হওয়ার পর অনেকটা আঁধার ঘনিয়ে আসে নাগপুরের স্টেডিয়ামে। নাঈম ৪৮ বলে ১০টি চার ও এক ছয় মিলে ৮১ রান করেন। তবে তার বড় স্কোর ফেরাতে পারলো টাইগারদের। তার আউট হওয়ার পরেই মুখ থুবড়ে পড়ে জয়ের আশা। পরের বলে দুবে ফিরতি ক্যাচ নিয়ে আফিফকে ফিরিয়ে দেন। নাঈম-আফিফের পর ভরসা হয়ে ছিলেন মাহমুদউল্লাহ। তবে পরের ওভারে যুজবেন্দ্র চাহালের কাছে অধিনায়কের বোল্ড হওয়াটা সত্যিই বেদনার ছিল। অন্ধকার নেমে আসে আস্থার আলোয়। শুরুতে কিছুটা আশা হারালেও মাঝখানে বেশ আলো ছড়িয়েছিলেন টাইগাররা। তবে শেষ অবধি জয়ের বন্দরে পৌঁছা হলো না। সিরিজ নির্ধারণী মাচে ভারত ১৭৫ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে। অনায়াসে চ্যালেঞ্জটা নিতে পারতো টাইগাররা। সেরকম ইতিহাস আছেও পেছনে। দিল্লির দূষণকে তো তোয়াক্কাই করেনি টাইগাররা। রাজকোটে হানা দেয়া ঘূর্ণিঝড় মহা তো পাশা কাটিয়েই চলে গেছে। তৃতীয় ম্যাচের আগে যে বুলবুল চোখ রাঙাচ্ছিল তার কোনো প্রভাব তো পড়েনি নাগপুরে। যতদূর বোঝা যায় সুন্দরবনই ঠেকিয়ে দিয়েছে বুলবুলকে। তারপরেও টাইগারদের আত্মবিশ্বাস কে সিরিজ জয়ের ইতিহাস গড়ায় সহায়ক হলো না সেটাই বড় প্রশ্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App