×

জাতীয়

আ.লীগ স্বাধীনতা কেড়ে নিয়েছে: আমির খসরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

আ.লীগ স্বাধীনতা কেড়ে নিয়েছে: আমির খসরু

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যে সমস্ত কারণে বাংলাদেশে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ তার সব কেড়ে নিয়েছে। কিন্তু সবকিছু ফেরত দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন ফিরিয়ে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে বাংলাদেশী জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন জীবন দিয়েছেন।' রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ৭ নভেম্বর `জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরে মনে হচ্ছে এখন নতুন প্রজন্মকে নিয়ে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা যে সকল জায়গায় ব্যর্থ হয়েছেন শহীদ জিয়াউর রহমান সেই সকল জায়গায় সফল হয়েছেন। আওয়ামীলীগ প্রতিনিয়ত নতুন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছেন। অন্যদিকে প্রতিহিংসার কারণে আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করতে হবে। এর জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App