×

অপরাধ

বিমানবন্দরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:১৫ পিএম

বিমানবন্দরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
বিমানবন্দরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ টি বিদেশী পিস্তল ও ১০০ রাউন্ড গুলি  আটক করা হয়েছে।  কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেল নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে ভোর ৫:৩০ টায় ইস্তাম্বুল থেকে  ঢাকায় আগত টার্কিস এয়ারলাইন্সের   ফ্লাইট নং-TK712 এর যাত্রী হাসান আলীকে চ্যালেন্জ ও তল্লাশী করে তার লাগেজে ১ টি বিদেশী পিস্তল ও ১০০ টি গুলি পাওয়া যায়। [caption id="attachment_175388" align="aligncenter" width="700"] আটককৃত যাত্রী হাসান আলী[/caption] আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App