×

জাতীয়

বিপদ উপেক্ষা করে মেঘনায় মাছ ধরা ট্রলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১২:৩৫ পিএম

ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ উপেক্ষা করে মেঘনায় ট্রলার নিয়ে মাছ ধরতে যায় জেলেরা। সকাল ১০টার দিকে মেঘনার পাড়ে গিয়ে দেখা যায়, ছোট ছোট নৌকা জাল ফেলে মাছ ধরছে। জেলেদেরকে পাড়ে আসার জন্য স্বেচ্ছাসেবীরা মাইকে আহবান জানাচ্ছেন।

ঘূর্নিঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এ জেলায়। ঝুকিপূর্ণ এলাকার জানমালের ক্ষয় ক্ষতি এড়াতে মেঘনার জেগে উঠা চর হাজারি, হাজিপুর চর,মেদুয়া মদন পুর চর,বঙ্গের চর থেকে সকল মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠ পর্যায়ে কাজ করছে সবগুলো স্বেচ্ছাসেবী সংস্থা।

দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তার জিতেন্দ্র কুমার নাথ জানিয়েছেন, জেলায় ৯৫টি আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম,১০টি কন্টোল রুম খোলা হয়েছে। খুলে দেয়া হয়েছে সব সাইক্লোন সেন্টার, ব্যবস্থা করা হয়েছে শুকনো খাবারের। নিরাপদে নিতে ব্যবস্থা করা হয়েছে যান বাহনের। দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App