×

জাতীয়

চট্টগ্রামে বিকেল ৪টা থেকে বিমান চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০২:৫৭ পিএম

চট্টগ্রামে বিকেল ৪টা থেকে বিমান চলাচল বন্ধ
ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবার (০৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখা হবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার বিকাল ৪ টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে ব্যবহারের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সচল থাকবে। সাধারণত এ বিমানবন্দর রাতে বন্ধ থাকে। তিনি আরও বলেন, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। বিমানবন্দরগুলোর রানওয়ে ও খোলা জায়গায় থাকা যন্ত্রপাতি সরিয়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে শাহ আমানত বিমানবন্দর এয়ারপোর্ট ম্যানেজার সরওয়ার-ই-জামান বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বিকাল ৪টা থেকে আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App