×

রাজনীতি

বর্ষীয়ান রাজনীতিবিদ বাদলের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১১:০৮ এএম

বর্ষীয়ান রাজনীতিবিদ বাদলের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় শ্রদ্ধা
মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক ও চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। পরে মুক্তিযোদ্ধা বাদলকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মঈনউদ্দীন খান বাদল এমপি’র কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এমপি’র কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঈনউদ্দীন খান বাদল এমপি’র কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি এর নেতৃত্বে হুইপবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতৃবৃন্দ, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ফখরুল ইমাম এমপি, ১৪ দলের পক্ষ থেকে মূখ্য সমন্বয়ক মো: নাসিমের নেতৃত্বে ১৪ দলীয় নেতৃবৃন্দ মঈনউদ্দীন খান বাদল এর কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলকে রাষ্ট্রীয় সন্মান জানানো হয়। মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র তাইমুর নূর। জানাজায় ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মো: আতিউর রহমান আতিক এমপি, মো: নাসিম এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো: শাহাবুদ্দিন এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মাহবুব উল আলম হানিফ এমপি, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, নজরুল ইসলাম বাবু এমপি,শফিকুল ইসলাম শিমুল এমপি এবং শিরীন আখতার এমপি, দলীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালিত হয়। সংসদ ভবনে শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ নেয়া হবে চট্টগ্রামে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার ভাই মনির উদ্দীন খান বলেন, দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও সমস্যা ছিল তার। গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় মৃত্যুবরণ করেন তিনি। মঈন উদ্দীন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App