×

অর্থনীতি

টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ আমানতকারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১২:৫৭ পিএম

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রায় ৬ হাজার ব্যক্তি তাদের অর্থ পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। আজ শনিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বিষয়ে আমানতকারীরা একত্রিত হয়েছিল। এ সময় আমানতকারীরা প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস কে অবসায়ন না করে পদ্মা ব্যাংক এর মত পুনর্গঠন অথবা অন্য যেকোন উপায়ে ব্যক্তি আমানতকারীদের কষ্টার্জিত সঞ্চয় দ্রুত ফেরত প্রদান। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। অবিলম্বে পিপলস লিজিংয়ের সাথে জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে । বিশেষ করে দোষী ব্যক্তিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা এবং তাদের সম্পত্তির ব্যাংক হিসাব জব্দ করার ব্যবস্থা করতে হবে। ভিডিও দেখুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App