×

খেলা

জয় দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৩ পিএম

জয় দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা
জয় দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা

জয়ের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস

জয় দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা

প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ ভলিবল ফেডারেশন এই প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করছে। বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৯ নভেম্বর) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মেয়েরা আফগানিস্তানের বিপক্ষে ৩-০ সেটে জিতেছে। এ ছাড়া সকালে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ ৩-২ সেটে কিরগিজস্তানের বিপক্ষে জিতেছে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় মালদ্বীপের বিরুদ্ধে।

[caption id="attachment_175489" align="alignnone" width="700"] প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী[/caption]

শনিবার খেলা শুরু হওয়ার পর থেকে আফগান মেয়েদের বেশ চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। প্রথম সেটে বাংলাদেশ জিতেছে ২৫-৯ পয়েন্টে। দ্বিতীয় সেটের ব্যবধানও তাই। তৃতীয় সেটে আরো আক্রমণাত্মক খেলে স্বাগতিক মেয়েরা জেতে ২৫-৩ পয়েন্টে। তবে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সাবিনা।

দারুণ এ জয় দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ভলিবলে ফিরল বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক ভলিবলে এটি বাংলাদেশের ২৮ বছর পর জয়। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল ১৯৯১ সালে কলম্বো এসএ (তৎকালীন সাফ গেমস) গেমসে। তখন নেপালকে হারিয়ে ব্রোঞ্জপদক পেয়েছিল বাংলাদেশ।

[caption id="attachment_175487" align="alignnone" width="700"] বাংলাদশ-আফগানিস্তান ম্যাচ[/caption]

শনিবার বঙ্গমাতার নামে দুপুর তিনটায় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App