×

জাতীয়

জোয়ার-ঘূর্ণিঝড়ে ভয়াবহ হবে জলোচ্ছ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ পিএম

জোয়ার-ঘূর্ণিঝড়ে ভয়াবহ হবে জলোচ্ছ্বাস

ভয়ঙ্কর শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবলমাত্রার ঘূর্ণিঝড় ‘বুলবুল’। যেকোনো সময় আঘাত হানতে পারে দক্ষিণাঞ্চলে। সবচেয়ে বড় ধাক্কা দেবে খুলনার সুন্দরবনে। এসময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় শতাধিক কিলোমিটার।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলের খুলনা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর ও সাতক্ষীরা। এসব জেলার প্রায় ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তবে অনেকেই ঘরবাড়ি আর মালামাল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এবারের ঘূর্ণিঝড় ১৯৯১ সালের সাইক্লোনের মতোই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, বুলবুল যখন আঘাত হানবে তখন সাগরে আর উপকূলীয় নদ-নদীতে থাকবে জোয়ার। জোয়ারের পানি বাড়ার প্রভাবে জলোচ্ছ্বাসের মাত্রা আরো বেশি বিপজ্জনক হবে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে।

খুলনা উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার পর দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে তা বয়ে যাবে। রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশেই ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে শীতের তীব্রতা বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App