×

জাতীয়

ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের আঘাত সুন্দরবনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৩ পিএম

ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের আঘাত সুন্দরবনে

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ থেকে অগ্রসর হয়ে প্রবলমাত্রার ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশ সুন্দরবনে আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল ঝড় বইছে খুলনা অঞ্চলে । শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে খুলনা উপকূল অতিক্রম করবে ঝড়টি।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যুগ্ম পরিচালক আয়েশা খানম এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। তবে বাতাসের গতিবেগ কিছুটা কমেছে।

আয়েশা খানম আরো জানান, প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। এর কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। যা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানান, ঘূর্ণিঝড়টি উপকূলে স্থলভাগে আঘাত হানলে গতি ও শক্তি কমতে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App