×

খেলা

আর্চারিতে মুগ্ধ সিটি গ্রুপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০২:৪৩ পিএম

আর্চারিতে মুগ্ধ সিটি গ্রুপ
আর্চারিতে মুগ্ধ সিটি গ্রুপ
বর্তমানে রোমান সানার হাত ধরে আর্চারি খেলাটি অনেকদূর এগিয়ে গেছে। তাই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ আর্চারি খেলাটি এগিয়ে নিয়ে যেতে আরো চেষ্টা করছেন। আজ শনিবার (৯ নভেম্বর) অলিম্পিক ভবনে বিগত তিন বছরের বাজেট প্রকাশ করেছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। আর্চারি খেলোয়াড়দের থাকা-খাওয়া প্রশিক্ষণ ও কোচের বেতন সহ আরো অনেক আনুষঙ্গিক বিষয় টাকা ব্যয় করতে তারা আগ্রহী। এর আগে ২০১৭ সালে ২৩ অক্টোবর প্রথম চুক্তি হয় সিটি গ্রুপের সাথে আর্চারি ফেডারেশন এর। ২০১৮ সালের ফেব্রুয়ারি আর্চারি উন্নয়নের লক্ষে এক কোটি টাকা বাজেট ধার্য করে সিটি গ্রুপ, এরপর দ্বিতীয় বছরে ১ কোটি ৫৪ লাখ টাকা আর্চারি ফেডারেশন কে দেয়। এ বছর আর্চারির উন্নয়নে তারা দুই কোটি ৪১ লাখ টাকা দিবে। শনিবার দুপুর দুইটায় অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশন এর সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপল, আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিক এবং সিটি গ্রুপ এর সি ও জাফর উদ্দিন। সংবাদ সম্মেলনে রাজিব আহমেদ চপল জানিয়েছেন, সিটিগ্রুপ আমাদের আর্থিক ও মানসিক দুই ভাবে সহযোগিতা করেছে আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে। সিটি গ্রুপের সিইও বলেন, আমরা আর্চারি খেলার সাথে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। আগামী অলিম্পিকে রোমান সরাসরি খেলবে এটা ভাবতেই আমার খুব ভালোলাগে রোমানকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App