×

জাতীয়

শিশু-কিশোদের উৎসবে মুখর ডিআরইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৮:২১ পিএম

শিশু-কিশোদের উৎসবে মুখর ডিআরইউ
শিশু-কিশোদের উৎসবে মুখর ডিআরইউ
শিশু-কিশোদের উৎসবে মুখর ডিআরইউ
রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৯। শিশুদের কলকাকলি ও নানা প্রতিযোগিতায় দিনভর মুখর ছিল সাগর-রুনি মিলনায়তন। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজন। এরপর চলে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান বক্তব্য রাখেন। উৎসব উপলক্ষে শিশুদের মনের মতো করে গোটা ডিআরইউ প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। সদস্য ও তাদের সন্তানদের উপস্থিতিতে সংগঠন চত্বর ছিল উৎসবমুখর। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে শিশু-কিশোরদের সৎ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের দেশ-ইতিহাস-ঐতিহ্য জানতে হবে। এই শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনসিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান আনোয়ার হোসেন। সাংস্কৃতিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন (সঙ্গীতে) সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, কণ্ঠ শিল্পী ও সঙ্গীত শিক্ষক অণিমা রায় ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। আবৃত্তি পর্বে বিচারক ছিলেন আবৃত্তি শিল্পী ও অভিনেত্রী সঙ্গীতা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজিনা ওয়ালী লীনা ও ফয়জুল আলম পাপ্পু। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী, চিত্রশিল্পী এম এ কুদ্দুস ও চিত্রশিল্পী আইনুল হক মুন্না। দিনভর নানা আয়োজনে সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ মাকসুদুল হাসান ও রাশেদুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App