×

খেলা

বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৯:৪২ পিএম

বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান
বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ আজ থেকে মাঠে গড়াচ্ছে। প্রথমবারের আয়োজিত এ টুর্নামেন্টে শিরোপা নিজের ঘরে রেখে দিতে মরিয়া বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী দিনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৩টায় আফগানিস্তানের মোকাবেলা করবে স্বাগতিক মেয়েরা। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ চার অতিথি দল হচ্ছে- মালদ্বীপ, আফগানিস্তান, কিরগিজস্তান ও নেপাল। বঙ্গমাতার নামে আয়োজিত এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এশিয়ান সেন্ট্রাল জোনে আন্তর্জাতিক ভলিবল খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে। শীর্ষ দুই দল ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। শিরোপা জয়ের প্রত্যাশায় ৩ মাস ধরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবারও শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে ঢাকা এসে পৌঁছেছে। আজ বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচে সকাল ১০টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে কিরগিজস্তান। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মেয়েরা মোকাবেলা করবে আফগানিস্তানের বিপক্ষে। আগামীকাল নিজদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে মালদ্বীপের বিপক্ষে। একদিন বিরতির পর বাংলাদেশের মেয়েরা গত মঙ্গলবার নেপালের বিপক্ষে মাঠে নামবে। লিগের শেষ ম্যাচ ১৩ নভেম্বর খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১৪ নভেম্বর ফাইনালে মোকাবেলা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App