×

জাতীয়

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে উপকূলজুড়ে প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৪:৪৪ পিএম

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে উপকূলজুড়ে প্রস্তুতি

পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে উপকূলের দিকে। শনিবার রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সাগর উত্তাল রয়েছে। ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় উপকূলীয় জেলাগুলোতে স্থানীয় প্রশাসন জরুরি সভা ডেকেছে। ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

পাথরঘাটা (বরগুনা): ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে জরুরি সভা ডাকা হয়। ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসন ছাড়াও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বরগুনা জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিপিপি'র টিম লিডার বাবুল হোসেন প্রমুখ। ইউএনও বলেন, ঘূর্ণিঝড়ের সমুহ বিপদ থেকে রক্ষা পেতে এবং জানমাল রক্ষায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।

পটুয়াখালী: সকাল ১০টায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভায় জরুরি করণীয় বিষয় তুলে ধরা হয়। এতে মতামত তুলে ধরেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপর মো. মাহফুজুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আবদুল মোনায়েম সাদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ সামস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানীবাসের ক্যাপ্টেন শিবলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক স্বপন ব্যানার্জী, পৌরসভার মেয়র প্রতিনিধি দেলোয়ার হোসেন, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, জেলা স্কাউটের সম্পাদক শাহ জালাল প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা): ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জরুরি প্রস্তুতির জন্য সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী সহকারী কমিশনার ভূমি সঞ্জীব দাসের সভাপতিত্বে সভা ডাকা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী ইজাজ আহমেদ। জরুরি প্রস্তুতি বিষয়ে মতামত তুলে ধরেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, সাংবাদিক শেখ মাহাতাব হোসেন, সুজিত মল্লিক, প্রকৌশলী রাসেল আহমেদ, ফায়ার সার্ভিসের রিপ্রেজেন্টেটিভ হারুন-অর-রশিদ, শহীদুজ্জামান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App