×

অন্যান্য

সাংবাদিক মামুনুর রশিদের নামে ক্রিড়া ফান্ড গঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৩:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সাংবাদিক মামুনুর রশিদের নামে ক্রিড়া ফান্ড গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিভাগের চেয়ারপার্সনের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফান্ড গঠিত হয়। এই ফান্ড গঠনের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. কাবেরী গায়েনের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন আবুল খায়ের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী বাবলু। এর আগে এই টাকা কিভাবে খরচ হবে সে বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই টাকার আয় দিয়ে প্রতিবছর বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী ক্রয় ও আনুষাঙ্গিক কাজ পরিচালিত হবে। ক্রিড়া ফান্ড গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকনকে বিশেষভাবে ধন্যবাদ জানান ড. কাবেরী গায়েন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা ছাড়াও বিভাগের সাবেক শিক্ষার্থী ও মামুনের সতীর্থ নাসিমুল মুমিন রুপক, জয়দেব নন্দী, মোস্তাক আহমেদ, রোকন উদ্দিন, নাজমুল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ায় জন্মগ্রহণ করা মামুনুর রশিদ ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মামুন তখন একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। এর আগে এশিয়ান টিভি ও বাংলাভিশনেও কর্মরত ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App