×

সাহিত্য

লালনের সুর ছুঁয়ে পর্দা উঠলো ‘ঢাকা লিট ফেস্ট’র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০১:০৫ পিএম

লালনের সুর ছুঁয়ে পর্দা উঠলো ‘ঢাকা লিট ফেস্ট’র
লালনের সুর ছুঁয়ে পর্দা উঠলো ‘ঢাকা লিট ফেস্ট’র
বিশ্বের পাঁচ মহাদেশের দেড় ডজন দেশ থেকে আসা প্রায় তিনশ লেখক-সাহিত্যিক-চিন্তাবিদের অংশ গ্রহণে আন্তর্জাতিক আয়োজন ‘ঢাকা লিট ফেস্ট-২০১৯’ এর পর্দা উঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। সঙ্গে ছিলেন ‘ব্রিকলেন’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত সাহিত্যিক মনিকা আলী। এরপর ‘স্নিগ্ধ সাধু সংঘ’র সদস্যদের লালনসংগীত পরিবেশনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী লিট ফেস্ট শুরু হয়। সংগীত আয়োজনের পরে বেলা ১২টায় শুরু হয় মনিকা আলির “ফিকশন: রেজিসটেন্স অর রিফ্যুজ?” বিষয়ক আলোচনা। এরপর বিকেল ৪টায় জেমকন লিটেরারি অ্যাওয়ার্ডস জয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজনে থাকছে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের “মেমোরেবল মোমেন্টস: মাই লাইফ ইন থিয়েটর” সেশন। চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বিশ্বসাহিত্য ও বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্বের নানা সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে গুণীজনদের মধ্যে। ইতোমধ্যে তারা রাজধানী ঢাকার মাটি ছুঁয়েছেন। নবমবারের মতো অনুষ্ঠিত দেশের সাহিত্যাঙ্গনের সর্ববৃহৎ এ উৎসব শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। বিদেশি অতিথিদের মধ্যে অংশ নিচ্ছেন ম্যানবুকার পুরস্কারের মনোনয়নপ্রাপ্ত সাহিত্যিক মনিকা আলী, ‘চৌরঙ্গী’-খ্যাত পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক শংকর, পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখক জেফরি গেটলম্যান, ডিএসসি অ্যাওয়ার্ড ফর সাউথ এশিয়ান লিটেরেচার পুরস্কার বিজয়ী সাহিত্যিক এইচ এম নাকভি, ইতিহাসভিত্তিক লেখক উইলিয়াম ডালরিম্পল, ভারতীয় রাজনীতিবিদ ও লেখক শশী থারুর, কবি তিশানি দোশি, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, কবি ও সাংবাদিক মৃদুল দাশগুপ্ত, ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, ফিনিশ সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজ প্রমুখ। বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে রয়েছেন কবি আসাদ চৌধুরী, কথাশিল্পী সেলিনা হোসেন, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, শাহীন আখতার, মোস্তফা কামাল, আসাদুজ্জামান নূর, ফখরুল আলম, ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনিসুল হক, কামাল চৌধুরী, আফসান চৌধুরী, কাইজার হক ও খাদেমুল ইসলাম। ২০১১ সালে ‘হে ফেস্টিভ্যাল’ নামে এ আয়োজনের যাত্রা শুরু। ২০১৫ সাল থেকে ঢাকা লিট ফেস্ট নামে আত্মপ্রকাশ করে। বিগত আট বছরেবে বিশ্বমানের এ উৎসবে যোগ দিয়েছেন নোবেল, ম্যান বুকার, পুলিৎজার বিজয়ীরা। এবারের তিনদিন ব্যাপী আয়োজন পরিচালনায় থাকছেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্ সিদ্দিকী ও কবি আহসান আকবর। সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আয়োজনের বিস্তারিত ডিএলএফ ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহীরা অনলাইন অথবা উৎসবস্থলের পাশে থাকা নির্ধারিত বুথে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App