×

সাময়িকী

মেঘের শাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৭:২১ পিএম

তারপর আমি একমুঠো সফেদ মেঘ পেড়ে আনি, জড়িয়ে নিই সারা গায়। কোমল বাতাসে আঁচল উড়িয়ে দেখি, নেড়েনেড়ে দেখি কুঁচির শরীর। অথচ, আমার আকাশের রঙ মনে নেই। মনে নেই মেঘের ফাঁকে ফাঁকে জমে থাকা চকচকে রোদ্দুর কিংবা ছায়াদেহ। আকাশের বুকে উড়ে চলা- কোনো পরিযায়ী পাখির কথাও মনে নেই। তবু ক্ষণেক্ষণে ব্রত ভঙ্গ হয় মৌনতার। শুধু এলোমেলো তৃষ্ণারা হয় ছন্নছাড়া। এখন হেমন্ত, অরো কিছুদিন বৃষ্টি হোক, ঘুচে যাক মোহনার দূরত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App