×

জাতীয়

ভেড়ামারায় শিক্ষককে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ১২:০৩ পিএম

ভেড়ামারায় শিক্ষককে জরিমানা
ভেড়ামারায় শিক্ষককে জরিমানা
কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চালাকালীন সময়ে প্রাইভেট পড়ানো ছাত্রীকে প্রতিদিন সহায়তার দায়ে এসএম আব্দুল মোনায়েম নামের এক শিক্ষককে জরিমানা করেছে করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি স্কুল কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র থেকে তাকে জরিমানা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহেল মারুফ। শিক্ষক এসএম আব্দুল মোনায়েম উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) হিসাবে কর্মরত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল মারুফ জানান, ভেড়ামারার হালিমা বেগম একাডেমি স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম আব্দুল মোনায়েম তার নিজ প্রাইভেটের ছাত্রীকে অবৈধভাবে প্রতিদিন সহায়তা করে আসছেন এমন অভিযোগ পায়। অভিযোগের সতত্যা মেলে বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে। এজন্য পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এ বিশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। সেই সাথে এক বছরের সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App