×

জাতীয়

ভিসির বিরুদ্ধে অভিযোগকারীরা প্রমাণ না দিলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ১২:৫৮ পিএম

ভিসির বিরুদ্ধে অভিযোগকারীরা প্রমাণ না দিলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ যে কয়েকটা বিশ্ববিদ্যালযয়ে কথায় কথায় আন্দোলন করছে। ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে, তাদেরকে দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য - প্রমাণ দিতে হবে। তথ্যপ্রমাণ না দিলে ক্লাস করতে দেবে না, বিশ্ববিদ্যালয় চলতে দেবে না, আন্দোলনের নামে অফিস ঘেরাও করবে ,ভাঙচুর করবে - এটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। অভিযোগকারীরা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় স্কুলছাত্র আবরারের মৃত্যুতে প্রথম আলোর দায়িত্বে অবহেলা আছে উল্লেখ করে বলেন, তারা যখন একটি অনুষ্ঠান করছে, তখন তাদের দেখা উচিত ছিল ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে। সে দিকে তারা কোন খেয়াল রাখে নি, এটা গর্হিত অপরাধ। তাদের অবহেলায় একটা বাচ্চা মারা যাবে সেটা কখনো বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, তথ্য সচিব আব্দুল মালেক, পিআইবির ডিজি জাফর ওয়াজেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App