×

খেলা

বঙ্গমাতার নামে ভলিবল প্রতিযোগিতা শুরু হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০২:২১ পিএম

বঙ্গমাতার নামে ভলিবল প্রতিযোগিতা শুরু হচ্ছে
ঘরের মাঠে প্রথমবারের মতো পাঁচটি দেশ নিয়ে বঙ্গমাতার নামে নারী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এবার বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন সেন্ট্রাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী পাঁচটি দেশ হলো বাংলাদেশ, আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল। নারী ভলিবল প্রতিযোগিতার পর্দা উঠবে আগামী শনিবার (৯ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এই দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডঃ শিরীন শারমিন চৌধুরী এমপি, মাননীয় স্পিকার, জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়াই করবে আফগানিস্তানের বিপক্ষে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল এবং ইউনুস গ্রুপের মোহাম্মদ ইউনুস। এশিয়ান সেন্ট্রাল জোনে এই ধরনের আন্তর্জাতিক নারী ভলিবল প্রতিযোগিতা এইবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন সেন্ট্রাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App