×

জাতীয়

প্রাপ্ত বয়স্কদের ১৭ আর শিশুদের ১৪ শতাংশ মানসিক সমস্যায় ভোগে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০১:২৬ পিএম

প্রাপ্ত বয়স্কদের ১৭ আর শিশুদের ১৪ শতাংশ মানসিক সমস্যায় ভোগে
দেশের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে। প্রাপ্তবয়স্ক মানুষের ১৭ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে। যাদের ৯২ শতাংশই কোন চিকিৎসা নেয় না। আর শিশুদের (৭ থেকে ১৭ বছর বয়সী) ১৪ শতাংশের মানসিক সমস্যা আছে। তাদের ৯৫ শতাংশ চিকিৎসা নেয় না। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এই  জরিপের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রসঙ্গত, এর আগে ২০০৩-২০০৫ সালে সর্বশেষ মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়েছিল। ওই জরিপের তুলনায় বর্তমানে মানসিক সমস্যা বেড়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App