×

পুরনো খবর

জুয়েলার্স সমিতির নির্বাচনী বাধা কাটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৫:১০ পিএম

জুয়েলার্স সমিতির নির্বাচনী বাধা কাটলো
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আদালতের এ আদেশের ফলে আগামী ৮ নভেম্বর এ নির্বাচন হতে আর কোন বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। জুয়েলারি সমিতির ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের জন্য গত ১২ সেপ্টেম্বর  প্রাথমিকভাবে একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকাভুক্ত ১১৪ জনের বিষয়ে আপত্তি জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনী বোর্ডে আবেদন করেন নির্বাচনের প্রার্থী বিপুল ঘোষ (শঙ্কর)। এরপরও নির্বাচনি বোর্ড গত ২৯ সেপ্টেম্বর ওই ১১৪ জনকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। পরে এ বিষয়ে এফবিসিসিআই’র আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ৩০ অক্টোবর আরবিট্রেশন ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়। এরপর এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৪ নভেম্বর সে রিটের শুনানি নিয়ে সমিতির নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এফবিসিসিআই’র আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া রুলও জারি করা হয়। রুলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ ১২৯ জনকে জবাব দিতে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App