×

জাতীয়

সড়কের পুরনো ইটেই চলছে সড়ক সংস্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৩:১০ পিএম

সড়কের পুরনো ইটগুলো তোলা হয়েছে। এই ইট দিয়ে খোয়া তৈরি করে আবার সড়কে বিছানো হচ্ছে। সঙ্গে যুক্ত করা হয়েছে পোড়ামাটি ইটের খোয়াও। মানহীন এসব খোয়া ঢাকতে রাতের অন্ধকারেও কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নাটোরের গুরুদাসপুর-নাজিরপুর সড়কের ৮ কি.মি অংশে চলছে এমন নিম্নমানের কাজ। ৩২ কোটি টাকার এই কাজটি করছে নাটোরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সরকার কন্সট্রাকশন। হামলাইকোল গ্রামের বাসিন্দা আজগর আলী জানান, সেপ্টেম্বরের শুরুতে এই সড়ক খোঁড়াখুঁড়ি শুরু হয়। পুরনো এই সড়কের খোয়া তুলে রাখা হয় বেশ কিছুদিন। এতে দূর্ভোগ বাড়ে পথচারীদের। এখন আবার নিম্নমানের খোয়া বিছিয়ে রাতারাতি রোলার করা হচ্ছে। হামলাইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহনাজ রীতা বলেন, তাদের চোখের সামনেই নিম্নমানের ইটের খোয়া তৈরি করে সড়ক সংস্কার করা হচ্ছে। মানহীন এই নির্মাণকাজের ফলে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাছাড়া তার বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী রাখায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। খেলতে পারছেনা শিক্ষার্থীরা। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সুজিত সরকার মুঠোফোনে বলেন, দুই ট্রাক খোয়া নিম্নমানের ছিল। তা ফেরত দেয়া হয়েছে। তবে রাতের অন্ধকারে কাজ করার অভিযোগটি সত্য নয়। নাটোরের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী একে এম জাবেদ পাটোয়ারী বলেন, নিম্নমানের সামগ্রীতে সড়ক সংস্কারের কাজের অভিযোগ ক্ষতিয়ে দেখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App